নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, "এই ভোট জাতীয় ভোটের প্রতিফলন করবে না। আমি দুইবার ডাকসুর ভিপি হয়েছি। খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে। কিন্ত, আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি তো ক্ষমতায় যায়নি। আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি।"
তিনি বলেন, "ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরে ও মনে করে দেখেন, আমার সেই সংগঠন ছিল না। কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন। একদম নিচের লেভেলে। যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ভোট দিল, এরপর তো রাকসু হবে, জাকসু হবে, চাকসু হবে, কিসের প্রতিফলন দেখবেন ভাবেন। আমরা কি এরকম কোন কাজ করেছি? আপনারা, আমি, আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে। খুবই অন্যায়।"
Comments
Post a Comment