না গরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন , " এই ভোট জাতীয় ভোটের প্রতিফলন করবে না। আমি দুইবার ডাকসুর ভিপি হয়েছি। খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে। কিন্ত , আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি তো ক্ষমতায় যায়নি। আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। " তিনি বলেন , " ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরে ও মনে করে দেখেন , আমার সেই সংগঠন ছিল না। কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন। একদম নিচের লেভেলে। যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ভোট দিল , এরপর তো রাকসু হবে , জাকসু হবে , চাকসু হবে , কিসের প্রতিফলন দেখবেন ভাবেন। আমরা কি এরকম কোন কাজ করেছি ? আপনারা , আমি , আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে। খুবই অন্যায়। " মাহমুদুর রহমান মান্না বলেন , “ গত ১৫ - ১৬ বছর ধরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ...
Comments
Post a Comment