Skip to main content

“Mission Impossible The Final Reckoning”

  Main Story Two months after Ethan Hunt (Tom Cruise) and his IMF team narrowly escaped a mission in the Austrian Alps, they face a new global threat: The Entity , a highly advanced AI capable of causing worldwide chaos. The U.S. President, Erica Sloan (Angela Bassett), entrusts Ethan with a special key that grants access to The Entity’s core system, aiming to stop its destructive plans. Ethan assembles his trusted team, including Benji Dunn and Luther Stickell , who is battling a terminal illness. Luther has created a special virus, the “Poison Pill,” capable of neutralizing The Entity if properly deployed. Together, they attempt to locate Gabriel (Esai Morales), a human interface to the AI, who holds critical information about a secret submarine in Sevastopol. Past Secrets Gabriel reveals that Ethan unknowingly helped develop parts of The Entity years ago. He had stolen a device known as the “Rabbit’s Foot,” which later contributed to The Entity’s creation. This reve...

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সম্পূর্ণ সাফল্যের পিছনে কি কারণ।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কিংবা ডাকসু  হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় অবিস্মরণীয় জয় লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ে এটাই তাদের জন্য প্রথমবারের মতো এমন সাফল্য।


নির্বাচনের ফলাফল বিশ্লেষণ সাপেক্ষে দেখা যায় যে, বিজয়েরদের সঙ্গে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ভোটের ব্যবধানও বেশ কিছুর।

ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী সাদিক কায়েম এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থনপ্রাপ্ত প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের মাঝে দশ হাজারেরও বেশি ফারাক রয়েছে।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, تقريباً প্রতিটি পদের বিপরীতেই এই ফারাক লক্ষ্যণীয়।

বিশ্লেষকগণের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২০  ২৫ বছরে প্রকাশ্যে ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের উপস্থিতি অত্যন্ত নগণ্য ছিল।

Comments

Popular posts from this blog

বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

  বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে , মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন। দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী চিত্রকর। তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। গতকাল সোমবার ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে সহিংস হয়ে পড়েন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন। এরপর সহিংসতার মাত্রা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের খুঁজে...

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন করবে না: মান্না

না গরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন , " এই ভোট জাতীয় ভোটের প্রতিফলন করবে না। আমি দুইবার ডাকসুর ভিপি হয়েছি। খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে। কিন্ত ,  আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি তো ক্ষমতায় যায়নি। আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। "   তিনি বলেন , " ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরে ও মনে করে দেখেন , আমার সেই সংগঠন ছিল না। কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন। একদম নিচের লেভেলে। যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ভোট দিল , এরপর তো রাকসু হবে , জাকসু হবে , চাকসু হবে , কিসের প্রতিফলন দেখবেন ভাবেন। আমরা কি এরকম কোন কাজ করেছি ? আপনারা , আমি , আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে। খুবই অন্যায়। "  মাহমুদুর রহমান মান্না বলেন , “ গত ১৫ - ১৬ বছর ধরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ...

ডাকসুতে জয়ী শিবিরের প্রার্থীদের সঙ্গে ছাত্রদলের ভোটের ব্যবধান কতটা।

  ডাকসু শীর্ষ তিন পদে বিজয়ী শিবিরের সাদিক কায়েম, এসএমফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ - অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি , জিএস , এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রশিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক। প্রায় সবকটি হলের ভোটাররা কেন্দ্রীয় ভিপি ও জিএস পদে শিবিরের দুই প্রার্থীকে বিপুল ব্যবধানে এগিয়ে দিয়েছেন। বিশেষ করে মেয়েদের হলগুলোতে শিবিরের প্রার্থীরা পেয়েছেন নজিরবিহীন সমর্থন। ভোটের লড়াইয়ে শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা। তবে কোনো পদেই তারা জয়ের মুখ দেখেননি। সম্পাদকীয় যে তিনটি পদ শিবিরের হাতছাড়া হয়েছে সেগুলোতে বিজয়ী হয়েছেন স্বতন...